এটি বাংলাদেশের ১৯ শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। একে বালিয়াটি জমিদার বাড়ি বা বালিয়াটি প্রাসাদ বলেও ডাকা হয়।[১
মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই বালিয়াটি জমিদার বাড়ি বা প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয় নি।
এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। বর্তমানে কেন্দ্রীয় ব্লকটি যাদুঘর।
এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত।
কিভাবে যাবেনঃ ঢাকা (মিরপুর) থেকে ৪০ টাকায় বাসে নবীনগর। নবীনগর থেকে বাসে ৪০ টাকায় মানিকগঞ্জের সাটুরিয়া। সাটুরিয়া থেকে আটোতে ১০ টাকায় বালিয়াটি।
Balia zamindar house, Manikganj
It is one of the palaces built in the 19th century of Bangladesh. It is also called Baliaati zamindar house or Baliya palace.This zamindar house is located with seven establishments. Not all the buildings in the Zamindar house or palace were built together at this Baliya.Various buildings in this palace were established at different times by different succession of zamindar families. Now the central block is the museum.
This palace is preserved and managed by the Bangladesh Archaeological Department.
How to go: Nabinagar bus from Dhaka (Mirpur) to 40 rupees Saturnia of Manikganj at Tk 40 from Nabinagar. Balia is worth 10 taka from Saturia.
No comments:
Post a Comment