Wednesday, September 20, 2017

zinda park

Zinda Park, Community Village ".

About the time the office was going to Narsingdi. Allarbastia Faw car with, but the exact type of FO goods is not too long;)

There are many places to go to Narsingdi, 300 feet away from Dhaka and do not go down. One day, 300 feet across the left hand (before Kanchan Bridge), about half an hour later, "Zinda Park, Community Village" written on a sunboard in the upper right of the highway.

.

I went inside, see whether there is alive or not: p. Asked two people to go to Zindabad Park's main gate. Parking 50 / -, entry fees 100 / - If you take out of the meal 25 / -
.
Cut the ticket inside.
The name is alive but it seems to be in the heart !! Very quiet quiet green hearing. Inside there there is also a modern library of Ghatbari, cows goat, poultry chicken, school, playground, mosque, and a beautiful modern library. Seeing the picture of what is more, understand. The summer was filled with a cold climate, although I was in the cloudy day.
.
Now come true words. Some people might like to see the picture, most of the time, I will say it before, it will not be like everyone. Because it is so far away, every person has to pay 100 rupees only, there is nothing much for the entrepreneur except the trees turn and the big pond.
And here's a group of 15-20 people who do not have the chance to hull. Cut the rules. That's why silent calm environment So many people can take boring after so much trouble. But good place to take pictures The rain is more beautiful when the rain falls.
.
Those who are in the neighborhood or have their own car, or those who like the precise auditory environment, who have enough time in their hands, can turn around and do not feel bad.
.
If you take your own car, the location is said, you can get better by searching Zinda Park on Google Map.

Apart from the 300 ft end of the curved flyover, the taxis are available. After reaching the end of the 300 feet road in Texy, the taxi / rickshaw / auto will take Zenda Park. (There is no rental idea, but all the matches will not exceed 50 rupees per person)

................

Edit:

1. Many people have been questioning about safety in the comments. I did not see anything in the security guard, but Risky did not see anything. And in Bangladesh, without any cantantment, there is a little fear of fear in any deserted place. Mobile, cameras were with some things, the first thing seemed to me a bit like a botanical garden, so today we are all happy: P (since the first one is not the idea)

But I saw many couples in the chaipachapayapati, shameful, unprepared, prepared, in love, freely love: P does not seem to have any problem with security. Still a lonely place. If people are less, then it is better to listen to a little.

2. Talking to them about the stay, I knew that there is no system to stay at night, day by day. Opening Peridony Park

.3. I'll tell you about the picture VGA camera and the difference in the picture taken on the DSLR is certainly something but I did not let anything loose. I had tried to get rid of what was good. I went after raining, so all around me was very green.












জিন্দা পার্ক, কমিউনিটি ভিলেজ” ।
প্রায় সময় অফিসের কাজে নরসিংদি যাওয়া হয়। সাথে আল্লারবাস্তিয়া ফাও গাড়ী, কিন্তু ফাও জিনিসের সঠিক এস্তেমাল করা হয় না অনেকদিন ;)
ঢাকা থেকে ৩০০ফিট দিয়ে নরসিংদি যাওয়ার পথে অনেক জায়গাই পড়ে, নামা হয় না। একদিন ৩০০ফিট পার হয়ে হাতের বামে (কাঞ্চন ব্রীজের আগে) আরো প্রায় আধাঘন্টা আগানোর পড়ে হাইওয়ের ডানে একটা সানবোর্ডে লেখা “জিন্দা পার্ক, কমিউনিটি ভিলেজ” ।
.
গেলাম ভিতরে, দেখি কি জিন্দা আছে ,না মুর্দা :p । দুই একজনকে জিজ্ঞেস করে জিন্দা পার্কের মূল গেটে গেলাম। পার্কিং ৫০/-, এন্ট্রি ফি ১০০/- বাহিরের খাবার নিলে ২৫/-
.
টিকেট কেটে ঢুকলাম ভিতরে।
নামটা জিন্দা হলেও ভিতরটা মনেহয় মুর্দা!! খুবই খুবই নিরিবিলি শান্ত সবুজ শুনশান। ভিতরে দূরে দূরে ঘড়বাড়ী, গরু ছাগল, হাঁস মুরগী, স্কুল, খেলার মাঠ, মসজিদ, সুন্দর একটা আধুনিক পাঠাগারও আছে। আরো কি কি আছে তা ছবি দেখলেই বুঝবেন। গরমে পুরা দিল ঠান্ডা করা একটা পরিবেশ যদিও আমি গেছিলাম মেঘলা দিনে।
.
এবার আসি আসল কথায়। ছবি দেখে যেয়ে কারো কারো কাছে হয়তো ভালো লাগবে, বেশির ভাগই আমাকে গাইল্লাবে তাই আগেই বলে রাখি এটা আসলে সবার ভালো লাগবে না। কারন এতো দূর যেয়ে আবার জনপ্রতি ১০০ টাকা খরছ করে ঢুকে ভিতরে শুধু গাছ পালা আর বড় বড় পুকুর ছাড়া এন্টারটেইনের জন্য তেমন কিছুই নাই এখানে।
আর এখানে ১৫-২০ জনের গ্রুপ নিয়ে গিয়ে খুব হই হুল্লোড করবেন সে সুযোগ নাই। নিয়ম কানুন কড়া। এজন্যই নিরব শান্ত পরিবেশ। সো অনেকের কাছে এতো কষ্ট করে যেয়ে বোরিং লাগতে পারে। তবে ছবি তোলার জন্য ভালো প্লেস। বৃষ্টির পরে গেলে পরিবেশটা আরো সুন্দর।
.
যারা আশে পাশে থাকেন বা যাদের নিজস্ব গাড়ী আছে বা যাদের কাছে একেবারে নিরিবিলি শুনশান পরিবেশ পছন্দ, যাদের হাতে যথেষ্ট সময় আছে তাঁরা সময় করে ঘুরে আসতে পারেন, খারাপ লাগবে না।
.
নিজস্ব গাড়ী নিয়ে গেলে লোকেশন বলেই দিলাম, গুগল ম্যাপে জিন্দা পার্ক লিখে সার্চ দিলে আরো ভালোভাবে পাবেন।
এছাড়া কুড়িল ফ্লাই ওভারের নিচে ৩০০ ফিটের শেষ পর্যন্ত টেক্সি পাওয়া যায়। টেক্সি তে করে ৩০০ ফিট রাস্তার শেষে যেয়ে আবার ট্যাক্সি/ রিক্সা/ অটো তে জিন্দা পার্ক বললেই নিয়ে যাবে। (ভাড়া আইডিয়া নাই তবে সব মিলায় জন প্রতি ৫০ টাকার বেশি হবে না)
................
এডিটঃ
১.সেফটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন দেখলাম কমেন্টে। ভিতরে সিকিউরিটি গার্ড তেমন না দেখলেও রিস্কি কোন ব্যাপারো দেখি নি। আর বাংলাদেশে ক্যান্টরমেন্ট ছাড়া যে কোন নির্জন জায়গায় এমনিতেই একটু ডর ভয় কাজ করে। মোবাইল, ক্যামেরা এমন কিছু জিনিস সাথে থাকায় নিজের কাছেও প্রথম প্রথম একটু ইতস্থ লাগছিলো বোটানিক্যাল গার্ডেনের মত হলে তো আজকে সব খুয়ামু :P (যেহেতু প্রথম গেছি তাই আইডিয়া নাই)
তবে অনেক কাপলকেই দেখলাম গাছের চিপাচাপায় বসে লজ্জিত, নির্লজ্জিত, প্রস্তুত, অপ্রস্তুত অবস্থায় ফ্রিলি প্রেম করতে :P মনেহয় না সিকিউরিটি নিয়ে কোন প্রব্লেম হবে। তারপরো নির্জন নিরিবিলি জায়গা। মানুষজন কম থাকলে একটু দেখে শুনে চলাই ভালো।
২. থাকার ব্যাপারে তাঁদের সাথে কথা বলে জানলাম রাতে থাকার কোন ব্যাবস্থা নাই এখানে, দিনে যেয়ে দিনে চলে আসতে হবে। প্রতিদিনি পার্ক খোলা।
.৩. ছবির ব্যাপারে বলবো VGA camera আর DSLR এ তোলা ছবিতে পার্থক্য অবশ্যই কিছু থাকে ঠিকি তবে আলগা কিছু এনে বসায় দেই নাই ছবিতে। যা ছিলো তাই ভালো করে তোলার ট্রাই করেছি। বৃষ্টি হবার পরে গিয়েছিলাম, তাই এমনেও চারপাশ খুব সবুজ ছিলো।

No comments:

Post a Comment

Our Target is   WE WILL REPRESENT  IN  BANGLADESH  TRAVEL PLACE